প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে চীন। সেই ধারাবাহিকতায় এবার ডক্টর ইউনুসকে বেইজিং সফরে নিতে আগ্রহী দেশটি। শুধু তাই নয়, ডক্টর ইউনূসকে নিতে ভাড়া করা উড়োজাহাজ পাঠাতেও আগ্রহী চীন।
আগামী ২৭ ও ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ড. ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। চীন ওই ফোরামের বৈঠকে যোগ দেয়ার ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতার আলোচনা আয়োজন করতে আগ্রহী।
২১ জানুয়ারি বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। সেই বৈঠকে ডক্টর ইউনূসের ভবিষ্যৎ চীন সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর করবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়।
পররাষ্ট্র উপদেষ্টার বেইজিং সফরে প্রধান উপদেষ্টার বেইজিং সফর নিয়ে আলোচনা হবে। তবে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন কিংবা এত কম সময়ে বহুপাক্ষিক ও দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতি সম্ভব হবে কিনা, সেটা নিয়েও ঢাকা সন্দিহান। এক্ষেত্রে এখনই বলা যাবে না সফরটি হবে কি হবে না।
ফুয়াদ