ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

আবারও কি জামায়াতে যোগ দিবেন?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:১৮, ২১ জানুয়ারি ২০২৫

আবারও কি জামায়াতে যোগ দিবেন?

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দর রাজ্জাক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দর রাজ্জাক বলেন, বিদেশে ছিলাম কিন্তু দেশের মানুষকে খুবই মিস করেছি। দেশের কোন মানুষ পেলে তার সাথে জেচে গিয়ে দেশ নিয়ে অনেক কথা বলতাম।

দেশ থেকে চলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিয়ার হামলা হয়। মার্চ ২০০৯ সালে ৫৭ জন আর্মি অফিসার হত্যার দায়ে আমাকে আসামি করা হয়। ২০১০ সালে যখন তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচার করা হয় এবং আমি যখন মামলাটা নিলাম। তখন বলতে গেলে আমাকে সারাক্ষণ ডিবি পুলিশ পাহারা দিয়ে রাখতো।  ২০১৩ সালে ১৩ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি হলো। 

আরেকজন নির্বাচন বয়কট করলো। কোর্ট বন্ধ। খবর আসলো যে আমার আর বাসায় থাকা হবে না। তখন মনে হলো সপ্তাহ খানেক একটু ইংল্যান্ড ঘুরে আসি। এরই মধ্যে  ১৮ তারিখে খবর এলো যে, আমি ঢাকার রাস্তায় হামলা করেছি এবং আমার বাসায় প্রথম পুলিশ ঢুকলো। এর কিছু দিন পর আমি দুটি সোর্স থেকে খবর পেলাম। একটা হলো রাজনৈতিক সূত্র আরেকটি হলো কূটনৈতিক সূত্র।  তার পর আর বাংলাদেশে থাকা হলোনা।

তিনি বলেন, পতিত সরকার বিচার নামে যে অবিচার করেছে তাতে কোন সন্দেহ নেই। বিচার শেষ হওয়ার আগে বিচারের রায় লেখা হয়েছে। যে ছয়জনতে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের আমরা আর ফিরে পাব না। কাজেই এই কষ্ট তারা সারাজীন বয়ে নিয়ে বেড়াবে।

ব্যারিস্টার আব্দর রাজ্জাক বলেন,  পতিত সরকার কত যে অন্যায় করেছে তার একটা বড় প্রমাণ যে বিচার বিভাগকে হাতে নিয়ে তার ইচ্ছা মতো রায় দেওয়া। মানুষকে হয়রানী করা। যে সকল বিচারক পতিত সরকারের প্রভাবিত হয়ে রায় দিয়েছেন। তাদের আইনের আওতায় আনা উচিত।

শেখ হাসিনাকে বাংলদেশের আনার বিষয়ে ব্যারিস্টার আব্দর রাজ্জাক বলেন, পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে একমাত্র বাধা হচ্ছে ভারত সরকার। ভারতের বাংলাদেশের প্রতি আচরণ অগণতান্ত্রিক। যদি তাই না হতো। তাহলে সাড়ে ১৫ বছর এমন একটা সরকারকে তারা সাপোর্ট দিত না। তাকে ফেরত আনতে আন্তর্জাতিক আদালতের সাহায্য নেওয়া যেতে পারে।

বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে ২০১৯ সালে পদত্যাগ করে পরবর্তীতে এবি পার্টিতে উপদেষ্টা হিসেবে যোগ দেন ব্যারিস্টার আব্দর রাজ্জাক।  তবে জামায়াত ইসলামীতে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মেন করেন তিনি।

শহীদ

×