ছবি : সংগৃহীত
মুসলিম নারীদের পর্দার স্বাধীনতা নিয়ে এবার মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহবায়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। এক ফেসবুক পোস্টে তিনি নারীদের নিকাব পড়ার স্বাধীনতা নিয়ে তার গভীর আক্ষেপ প্রকাশ করেছেন।
একই ইস্যুতে নিজের অবস্থান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এবার মুসলিম নারীর পর্দার স্বাধীনতা নিয়ে সরব হয়েছেন। এই দুই সমন্বয়ক ১৯ জানুয়ারি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট করেন সারজিস আলম। পোস্টে মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
ওই পোস্টে দেশের একটি বেসরকারি টেলিভিশনের কথা উল্লেখ করে সারজিস প্রশ্ন রাখেন, কেউ যদি টিশার্ট পড়ে টকশো করার সাথে স্বাধীনতা পায় তাহলে নিকাব পড়ে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন?
এসময় তিনি উদাহরণ টেনে রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলামের পক্ষে অবস্থান নিয়ে বলেন, নাফিসা যদি নিকাব পড়ে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টকশোতে অংশ নিতে পারবে না কেন? এসময় মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে এমন প্রশ্ন রাখেন এই সমন্বয়ক।
জানা গেছে, ওই বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে অংশগ্রহণের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির। নাফিসা নিকাব পড়ে টকশোতে আসার প্রস্তাব করলে ওই টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়। তার ওই প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে এই পোস্ট করেন সারজিস।
একই ইস্যুতে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে হাসনাত লিখেছেন,
“কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী।”
মূলত ২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনাকে উৎখাতে একসঙ্গে রাজপথে নেমে এসেছিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের মধ্যে পর্দার শহীদ রাজপথে নামা শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। তাদের মধ্যে একজন নাফিজা ইসলাম সাকাফি, যিনি নিকাব পড়ে জুলাইয়ের রাজপথে লড়েছেন আবার নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।
মো. মহিউদ্দিন