মাসিক সরগম পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন
মাসিক সরগম পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন বলেছেন, বাংলাদেশে আমরা হয় অমুকের দালাল, না হয় তমুকের দালাল। কিন্তু বাংলাদেশের দালাল কেউ নাই। ভারতীয়রা তাদের নিজের দেশের জন্য দালাল। তাদের মধ্যে যথেষ্ট দেশ দেশপ্রেম আছে। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেম নেই।
আমেরিকান প্রেসিডেন্ট বাইডেনের প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে তার সম্পর্ক তেমন ভালো না। ড. ইউনূস সরকার হয়তো ট্রাম্পের কাছে গিয়ে সহানুভূতি চাইতে পারে। আর ট্রাম্পকে বাইরে থেকে বুঝার উপায় নেই। এ সরকার বাইরের কাছ থেকে যতটুকু সহানুভূতি সহযোগিতা পেয়েছেন ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি না ও হতে পারে।
কারণ আমেরিকা নিজেদের মধ্যে যাই কিছু করুক। তারা ফরেন পলিসি ভিন্নভাবে দেখে। তারা সবকিছুর ঊর্ধ্বে দেখে তাদের দেশের স্বার্থ। ট্রাম্প সব সময় বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে থেকে যায়।
তিনি বলেন, ট্রাম্প যে কথাগুলো বলছেন, হয়ত তিনি বুঝে শুনে বলছেন তা কিন্তু নয়। তার সোর্স তাকে যে ইনফরমেশন দিয়েছে। তিনি সেভাবেই কথা বলেছেন। বাংলাদেশের মতো আমেরিকাতেও ঝামেলা আছে। কিন্তু তারা বাংলাদেশের মতো না। তবে বাইডেন আলোচিত সমালোচিত হতে বেশি পছন্দ করেন না।
নতুন স্লোগান নিয়ে কাজী রওনা বলেন, আমেরিকা ফাস্ট। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র। সে কখন কি বলে দেখে বোঝার উপায় নাই। আমাদের শঙ্কিত হওয়ার কিছু নেই। কেউ হয়ত মনে করেন ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বিষয়টি সেরকম না।
তিনি বলেন, প্রতিত সরকারের মন্ত্রী এমপিরা যারা লুকিয়ে আছে। দেশের বিভিন্ন স্থানে থেকে আসলে তাদের একেবারে কোলে তোলে বসিয়ে দেবে। বিষয়টি আসলে সেরকম না। আমাদের মধ্যে দেশপ্রেমের আরো অনেক অভাব রয়েছে। যার জন্য আমরা বাইরের দেশের দিকে তাকিয়ে থাকি।
শহীদ