ছবি: সংগৃহীত
ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন।
এই বৈঠকে তারা বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক সমাজ গঠনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
ট্রেসি জ্যাকবসন এর আগে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। গত ১১ জানুয়ারি থেকে তিনি ঢাকায় শার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব পালন করছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করলেও সেনেটের শুনানি সম্পন্ন না হওয়ায় তার নিয়োগ চূড়ান্ত হয়নি। এর ফলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের জন্য ট্রেসি জ্যাকবসনকে ঢাকায় পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অভিজ্ঞ কর্মকর্তা ট্রেসি জ্যাকবসন সর্বশেষ ইথিওপিয়ার আদ্দিস আবাবায় শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে কাজ করেছেন।
এছাড়া ওয়াশিংটনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী জ্যাকবসন একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এম.কে.