ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে কেমন হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক?

ইসরাত

প্রকাশিত: ২৩:০৫, ২০ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে কেমন হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক?

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ২.০ শাসনামলে বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে কোন প্রভাব পড়বে না বলে মত বিশ্লেষকদের। 

তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অভিবাসন নীতি, বিদেশ নীতি, মানবিক সহায়তা কমানো ও জলবায়ু পরিবর্তন খাতে সহায়তায় অনীহা সংকটে ফেলতে পারে বাংলাদেশকে। 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি ছাড়া ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নিয়ে তেমন কোন আগ্রহ নেই।  তবে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যুক্ত করার বিষয়টি রয়েছে অগ্রাধিকারে।

ট্রাম্পের এবারের শাসনামল বাংলাদেশের জন্য কয়েকটি বিষয়ে ঝুকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যার মধ্যে, বানিজ্যে শুল্কারোপ, কড়া অভিবাসন নীতি, পররাষ্ট্র নীতি, মানবিক তহবিল কমানোর মতো বিষয়গুলো।

ইসরাত

×