ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পবির্তনের উদ্দেশ্য কী?

প্রকাশিত: ২১:৩৭, ২০ জানুয়ারি ২০২৫

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পবির্তনের উদ্দেশ্য কী?

ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কারের দাবি উঠেছিল। এর মধ্যে অন্যতম ছিল পুলিশের পোশাক পরিবর্তনের দাবি। অবশেষে, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রংয়ের, র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রংয়ের এবং আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রংয়ের।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, পোশাকের পরিবর্তন ছাড়াও বাহিনীগুলোর মধ্যে মনোভাবের পরিবর্তন প্রয়োজন। তিনি জানান, গত ১৫ বছরে তাদের যে প্রশিক্ষণ ছিল, তা পরিবর্তন করতে হবে। তবে, পোশাক পরিবর্তনের জন্য কোনো বাড়তি অর্থের প্রয়োজন হবে না।

এছাড়া, জানানো হয়, ইতোমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ দিন পর্যন্ত পুলিশ বাহিনী প্রকাশ্যে দেখা যায়নি। পরবর্তীতে, অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে উদ্যোগ নেয়, যার অংশ হিসেবে পোশাক পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়। সরকার পতনের পরদিন থেকে পুলিশের বিভিন্ন ইউনিট কর্মবিরতি পালন করার ঘোষণা দেয় এবং ইউনিফর্ম পরিধান করে দায়িত্ব পালনে অসুবিধার কথা জানিয়েছিল তারা।

নুসরাত

×