ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

জুলাই আগস্টের বিচার প্রসঙ্গে নাজনীন নাহার

এই ট্রাইব্যুনালে হবে না জুলাই আগস্টের বিচার!

ইসরাত

প্রকাশিত: ২১:৩৪, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৫, ২০ জানুয়ারি ২০২৫

এই ট্রাইব্যুনালে হবে না জুলাই আগস্টের বিচার!

আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার

মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শুরু হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের কোন আইনজীবী। 

খালাস ও এজলাসের বিচারিক প্রক্রিয়া আইনগত বৈধ নয় বলে জানান তিনি। 

তিনি বলেন, যুদ্ধের যে অপরাধী ছিলো তাদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিলো। 

গুম, হত্যা ও একাধিক অপরাধে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহমেদের আবেদন ঘিরে এজলাসে তৈরি হয় বাকবিতন্ডা।  আবেদনে বলা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যার বিচার হতে পারে না। 

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার বলেন, আমাদের দেশের প্রচলিত আইনে এই ঘটনার মামলা হয়েছে এবং বিচার প্রক্রিয়া ও চলছে। একই অপরাধী নিয়ে আবার দ্বিতীয়বার এসেছে। উনারা মনে করলে আবার ট্রাইব্যুনাল করতে পারে কিন্তু এই ট্রাইব্যুনালে জুলাই আগস্টের বিচার হতে পারে না।  

এছাড়াও, আইনের সংশোধন ও বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
 

সূত্র: https://youtu.be/BcWEJJ02Pz0?si=cY6A6nyDv9cVegiP

ইসরাত

×