আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার
মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শুরু হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের কোন আইনজীবী।
খালাস ও এজলাসের বিচারিক প্রক্রিয়া আইনগত বৈধ নয় বলে জানান তিনি।
তিনি বলেন, যুদ্ধের যে অপরাধী ছিলো তাদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিলো।
গুম, হত্যা ও একাধিক অপরাধে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহমেদের আবেদন ঘিরে এজলাসে তৈরি হয় বাকবিতন্ডা। আবেদনে বলা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যার বিচার হতে পারে না।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার বলেন, আমাদের দেশের প্রচলিত আইনে এই ঘটনার মামলা হয়েছে এবং বিচার প্রক্রিয়া ও চলছে। একই অপরাধী নিয়ে আবার দ্বিতীয়বার এসেছে। উনারা মনে করলে আবার ট্রাইব্যুনাল করতে পারে কিন্তু এই ট্রাইব্যুনালে জুলাই আগস্টের বিচার হতে পারে না।
এছাড়াও, আইনের সংশোধন ও বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সূত্র: https://youtu.be/BcWEJJ02Pz0?si=cY6A6nyDv9cVegiP
ইসরাত