ছবি: সংগৃহীত।
ইলিশ মাছ বিপণন কর্মসূচি বাস্তবায়নের জন্য যৌথভাবে কাজ করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছ পৌঁছে দিতে এবং এর সরবরাহ ও মূল্য শৃঙ্খলে যেকোনো প্রতিবন্ধকতা দূর করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায়, কম দামে ইলিশ মাছ বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে।
এখন রাজধানীতে ৬০০ টাকা কেজি দরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ মাছগুলো পাওয়া যাবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভবনে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই উদ্যোগটির স্লোগান হিসেবে নির্ধারণ করা হয়েছে, "স্বাদে গন্ধে অতুলনীয়—ইলিশ কিনে হোন ধন্য"।
একটি কর্মকর্তা জানান, ১৯ জানুয়ারি থেকে ইলিশ মাছ বিক্রির এই কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে দশটা থেকে ১২টা পর্যন্ত ইলিশ বিক্রির কথা ছিল, কিন্তু ক্রেতাদের চাহিদার কারণে সকাল দশটার মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়। ভবিষ্যতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ বাড়ানো হবে। আজ (২০ জানুয়ারি) দুপুর ২ টা থেকে আবারও বিক্রির কার্যক্রম শুরু হবে। আশা করা হচ্ছে, এই প্রক্রিয়া আরও দীর্ঘস্থায়ী হবে এবং জনগণের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।
এছাড়াও, ইলিশ মাছের সরবরাহ বাড়ানোর পাশাপাশি, ক্রেতাদের জন্য আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজে এই সুস্বাদু মাছ পেতে পারেন।
নুসরাত