ছবি: সংগৃহীত
পরিবর্তন হচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। ৫ আগস্টের পর পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে তা বাস্তবায়ন হচ্ছে। নতুনভাবে পুলিশের জন্য আয়রন রঙের পোশাক, র্যাবের জন্য সবুজ জলপাই ও আনসারের জন্য সোনালী গম রঙের পোশাক নির্বাচন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভাশেষে এ সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন, এই পোশাক পরিবর্তন সংস্কারের অংশ হলেও এটি র্যাবের পূর্ববর্তী পরিচিতি এবং ভাবমূর্তির সঙ্গে বেমানান।
নতুন পোশাক যেন একেবারে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে। দেশের একটি বিশেষ বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে এখন চারদিকে সমালোচনার ঝড়। অনেকেই মনে করছেন, র্যাবের নতুন পোশাক তাদের ভাবমূর্তির সঙ্গে একেবারেই বেমানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নতুন পোশাককে নিরাপত্তারক্ষীদের পোশাকের সঙ্গে তুলনা করছেন। এমনকি কেউ কেউ বলছেন, এটি দেখতে সাধারণ এবং গুরুত্বহীন। এ ধরনের পোশাক একটি বিশেষ বাহিনীর মর্যাদাকে সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ।
এসব বাহিনীর পোশাকের পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেন তিনি।
সারজিস আলম লেখেন, ‘স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নাই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ক্ষুব্ধ নাগরিক মন্তব্য করেছেন, রাষ্ট্রীয় বাহিনীর পোশাক যেন তার গুরুত্ব এবং বিশেষত্ব তুলে ধরে। কিন্তু নতুন এই পোশাক দেখে মনে হচ্ছে, এটি কোনো প্রাইভেট সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম। র্যাবের মতো একটি বাহিনীর জন্য এটি যথাযথ নয়।
কেউ কেউ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সমালোচনা করে বলেছেন, এমন পরিবর্তন কেন এবং কার সিদ্ধান্তে হলো? এটি কি জনগণের মতামত নিয়ে করা হয়েছে? অনেকে আবার দাবি তুলেছেন, নতুন এই পোশাক স্থগিত করে ভবিষ্যতে জনমত এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
তাবিব