ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

আওয়ামী নেতাদের দেশত্যাগ: জড়িত ইমিগ্রেশন কর্মকর্তারাও?

ইসরাত

প্রকাশিত: ১৯:৪৯, ২০ জানুয়ারি ২০২৫

আওয়ামী নেতাদের দেশত্যাগ: জড়িত ইমিগ্রেশন কর্মকর্তারাও?

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বহু নেতা বিভিন্ন সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন। যাদের অনেকের বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগ আছে। দালালের মাধ্যমে দেশ ছাড়তে অনেকেই ব্যবহার করেন যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট'সহ আশেপাশের সীমান্ত এলাকা। 

অভিযোগ আছে, ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীও এর সাথে জড়িত।

অনেক নেতাকর্মী মোটা অংকের অর্থের বিনিময়ে বেনাপোল বর্ডার ব্যবহার করে ভারতে চলে গিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। 

এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশ জানায়, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে কোন মামলার আসামী ভারত চলে যায় নি৷ আমরা এই বিষয়ে জিরো টলারেন্স রয়েছি। 

বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এপারের কোন মানুষ যেন ওপারে না যায় আর ওপারের কোন মানুষ র‍্যেন এপারে না আসে এ বিষয়ে আমরা খেয়াল রাখছি।

ইসরাত

×