ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

টিউলিপের পর এবার পুতুলের পদ হারানোর পালা!

প্রকাশিত: ১৬:৪৩, ২০ জানুয়ারি ২০২৫

টিউলিপের পর এবার পুতুলের পদ হারানোর পালা!

সায়মা ওয়াজেদ পুতুল

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের পদ থেকে অপসারণের জন্য চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

চিঠিটি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।  অভিযোগে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের যোগ্যতার তথ্যগুলো মিথ্যা ও আনুষ্ঠানিক।  

চিঠিতে আরও দাবি করা হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ের সুবিধার্থে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে ভারতের জি-২০ সম্মেলন এবং দিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম ডব্লিউএইচও সম্মেলনে সরকারি তহবিলে সায়মা ওয়াজেদ অংশগ্রহণ করেন।  

এসব পদক্ষেপের ফলে বাংলাদেশ সরকারের আর্থিক ক্ষতি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।  

সরকারি সূত্র মতে, চিঠিতে উল্লিখিত এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের ভিত্তিতে সায়মা ওয়াজেদকে ডব্লিউএইচও থেকে অপসারণের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আশিক

×