ছবি:- সংগৃহীত
সীমান্তে ভারতের উসকানি আগে কখনো ঘটেনি? এমন প্রশ্নের জবাবে কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসি এক টকশোতে বলেন, আমি যদি আপনাকে চারদিক থেকে ঘেরাও করে ফেলি আপনি কি স্বাধীন রইলেন? আমাদের দেশের চারদিক দিয়ে কাঁটাতারের বেড়া আমারা কি চোর, ডাকাত? তারা বুঝাচ্ছে তারা খুব শক্তিশালী, তারা যা ইচ্ছা তাই করতেছে।
আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন, রক্তের বিনিময়ে ও আমরা বর্ডার রক্ষা করবো। আমি বলেছি রক্তের প্রয়োজন নেই অনেকে আছে যারা এই ভূমি রক্ষা করবে।তারা নিতে জানে দিতে জানে না। তাদের অসংখ্য শুভাকাঙ্খী এ দেশে আছে যারা দেশকে ভালোবাসে না। তারা বর্ডার ছাড়া দেশ দেখতে চায়।
তিনি আরো বলেন, আমি সাধারনত ভারত শব্দটি বলি না। ভারত শব্দ দ্বারা অখন্ড ভারতকে বুঝায়। আমি বলবো ইন্ডিয়া। ইন্ডিয়া এমন একটি দু্টি প্রকৃতির দেশ যাদের সাথে প্রতিবেশী কোন দেশের ভালো সম্পর্ক নাই। আশাপাশের কোন দেশকেই তারা রাষ্ট্র মানে না। আমাদের দেশকেও তারা উপরে উপরে স্বীকৃতি দিলেও আমানতের ভূক্ষন্ডকে তারা কখনোই স্বকৃত দেয় নি।বন্ধু কখনোই বন্ধুর ক্ষতি করতে পারে না। মুক্তিযুদ্ধের পরবর্তীতে তারা সকল গোলাবারুদ সহ আরো অনেক কিছু লুট করে নিয়ে গেছে।
আক্রান্তকারীকে রক্ষা করার বদলে আপনি আক্রান্তকারীর ব্যানিটি ব্যাগ নিয়ে নিলেন এইটা কি ধরনের বন্ধুত্ব। তারা যে ৭ দফা করেছিল মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে সে অনুযায়ী তো আমাদের সার্বভৌমত্ব থাকে না। হাসিনার সময়ে গতি ১৬ বছরে আমরা স্বাধীন ছিলাম না। ভারতের একটা অঙ্গরাজ্যের চেয়েও আমাদের মর্যাদা কম ছিল।
ভারতের সাথে যত চুক্তি হয়েছে সবকিছুই ভারতের লাভের জন্যই হয়েছে আমাদের কি লাভ হয়েছে? শেখ হাসিনা একা পালায়নি তার সাথে তার কিছু আমল, সামরিক অফিসারও ভারতে আশ্রয় নিয়েছে।
লিংক:https://www.facebook.com/watch/v=1687767945105624&rdid=T1VucbcIuvWAVfaE
রাসেল