ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৩, ২০ জানুয়ারি ২০২৫

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক 

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। 

সোমবার সকাল ১১ টা থেকে ১২.১৫ পর্যন্ত চীনের দূতাবাসে অনুষ্ঠিত এ বৈঠকে চীনের রাষ্ট্রদূতের নেতৃত্বে দুইজন প্রতিনিধি ও এলডিপির পাঁচজন নেতা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও চীনকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগের জন্য অনুরোধ জানানো হয়। 

তাদের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করার গুরুত্ব তুলে ধরেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা এবং ন্যাশনাল ইউনিটি সুদৃঢ় করার বিষয়টিও রাষ্ট্রদূতকে আস্বস্ত করেন।

আফরোজা

×