ছবি: সংগৃহীত
শেখ হাসিনার আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যেই দেশটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হলো ভারত।
শেখ হাসিনা সরকার পদত্যাগের পরেও আলোচনায় রয়েছে তার ভারত নীতি। ভারতকে নিয়ে শেখ হাসিনার চুক্তির পর্যালোচনায় ওঠে আসছে নানা পটভূমি।
ভারতের সাথে শেখ হাসিনার চুক্তি ও সমঝোতা সাক্ষরে ভারতের স্বার্থ হাসিল হলেও উপেক্ষিত ছিলো বাংলাদেশের স্বার্থ।
ভারতের জন্য উন্মুক্ত ছিলো বাংলাদেশের বাজার, মাসে ৭০০ কোটি ক্ষতি করে আদানি থেকে বিদ্যুৎ আমদানি, ভারত থেকে বই ছাপানো, এমনকি শেখ হাসিনার অন্য দেশ সফরেও নেয়া হতো ভারতের অনুমতি। বাংলাদেশে ভারতের কয়েক লাখ মানুষ বৈধ ও অবৈধ ভাবে চাকরি করছেন। বাংলাদেশে ভারতের বহু টিভি চ্যানেল চালু থাকলেও বহু চেষ্টার পরেও ভারতে চালু করা সম্ভব হয় নি বাংলাদেশের কোন সম্প্রচার মাধ্যম।
এছাড়াও, রেল ট্রানজিট, সীমান্ত হত্যা, বিদ্যুৎ আমদানি, তিস্তার পানি এসকল চুক্তিতে শেখ হাসিনার নতজানু নীতি বাংলাদেশের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি কাজ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইসরাত