বিক্ষোভকারী ছাত্রদের একাংশ
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১ টায় সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান শিক্ষার্থীদের।
রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, যে কোটা সংস্কারের জন্য এতো এতো প্রাণ গেল, সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এই ফলাফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।
একইসাথে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। অংশগ্রহণকারী এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
জানা যায়, এমবিবিএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৩ নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে কোটায় ৪১ নম্বর পেয়েও প্রায় আড়াইশো শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভ প্রকাশ করেছেন বেশি নম্বর পেয়েও বঞ্চিত শিক্ষার্থীরা।
সূত্র: https://youtu.be/QrxZo4dtcdg?si=GdnAmxuYgK7yQ3CM&sfnsn=wa
ইসরাত