ছবি : সংগৃহীত
সীমান্তে আর কোনো ছাড় দেওয়া হচ্ছে না বলেই সাম্প্রতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আগে হয়তো কিছু জায়গায় ছাড় দেওয়া হতো, এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণেই কিছু সংকট দেখা দিয়েছে। তবে বিজিবি সীমান্তে সর্বদা সজাগ রয়েছে। দেশের জনগণও তাদের সহায়তা করছে। আমাদের রক্ত যতক্ষণ আছে ততক্ষণ সীমান্ত সুরক্ষিত থাকবে।”
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের উত্তেজনার বিষয়ে তিনি বলেন, “এই ঘটনা জমির ধানকাটা ও গাছ কাটাকে কেন্দ্র করে হয়েছে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়েছে। তবে আমাদের কোনো সীমান্তরক্ষী আহত হয়নি, বরং ভারতের দুইজন সীমান্তরক্ষী আহত হয়েছে।”
সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা শুধু আমাদের অধিকারটাই চাইছি। আগে হয়তো আমরা প্রতিবাদও করতাম না, কিন্তু এখন আইন অনুযায়ী আমাদের যা পাওনা, তা-ই চাইছি।”
তিনি আরও জানান, “আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলের কনফারেন্স অনুষ্ঠিত হবে। তখন এই ছোটখাটো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।”
মো. মহিউদ্দিন