ছবি: সংগৃহীত
ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ার জিয়াউর রহমানের ধর্মপরায়ণ জীবনের কথা উল্লেখ করে বলেন, তিনি ছিলেন একজন গভীর ধার্মিক মানুষ।
এক মাহফিলে তিনি জানান, জিয়াউর রহমান নামাজ আদায়ে অত্যন্ত যত্নবান ছিলেন এবং তাহাজ্জুদ পর্যন্ত কখনো বাদ দিতেন না।
তারেক মনোয়ার বলেন, "জিয়াউর রহমান আমার আব্বাকে ‘মাস্টার ভাই’ বলে ডাকতেন এবং তার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। তিনি আব্বাকে পার্লামেন্টে ইমামতির দায়িত্বও দিয়েছিলেন।"
তার পিতা মাস্টার শফিকুল্লাহ ১৯৭৯ সালে লক্ষ্মীপুর-৩ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি আরও জানান, জিয়াউর রহমানের মতো ধর্মপ্রাণ মানুষ আল্লাহর কাছে অবশ্যই মাফ পাবেন বলে তার বিশ্বাস।
ভিডিও দেখুন: https://youtu.be/bHIfaSvtrqY?si=2vBlGSppJXJeiSq6
এম.কে.