ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

গুলশান থানার ওসি বরখাস্ত 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২:২১, ২০ জানুয়ারি ২০২৫

গুলশান থানার ওসি বরখাস্ত 

গুলশান থানা

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা মেট্রোলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলশান থানা সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে গত ১১ জানুয়ারি একদল ডাকাত গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গয়নাসহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী বেশ কয়েক দিন ধরে একাধিকবার গুলশান থানায় যান। কিন্তু তিনি মামলা দায়ের করতে পারেননি। অবশেষে বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হলে ওসি তৌহিদকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম নজরুল ইসলাম বলেন, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শহীদ

×