ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

আব্বাকে পার্লামেন্টে ইমামতি করাতেন জিয়াউর রহমান: তারেক মনোয়ার

প্রকাশিত: ০২:০৭, ২০ জানুয়ারি ২০২৫

আব্বাকে পার্লামেন্টে ইমামতি করাতেন জিয়াউর রহমান: তারেক মনোয়ার

ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ার বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ধর্মপ্রাণ ও নামাজি ব্যক্তি।

তিনি বলেন, জিয়াউর রহমান সব নামাজ সময়মতো আদায় করতেন এবং তাহাজ্জুদ পর্যন্ত কখনো বাদ দিতেন না।

এক মাহফিলে তারেক মনোয়ার জানান, তার পিতা মাস্টার শফিকুল্লাহকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্লামেন্টে ইমামতির দায়িত্ব দিতেন।

তিনি বলেন, “জিয়াউর রহমান আমার আব্বাকে খুব সম্মান করতেন এবং তাকে ‘মাস্টার ভাই’ বলে সম্বোধন করতেন।”

তারেক মনোয়ার আরও বলেন, “জিয়াউর রহমান একজন সৎ এবং ধর্মপরায়ণ মানুষ ছিলেন। তার মতো লোক আল্লাহর কাছে ক্ষমা পাবেন, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, মাস্টার শফিকুল্লাহ ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা। তিনি ১৯৭৯ সালে লক্ষ্মীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।

ভিডিও দেখুন: https://youtu.be/bHIfaSvtrqY?si=2vBlGSppJXJeiSq6

এম.কে.

×