ছবি : সংগৃহীত
আগামী পাঁচ দিনের মধ্যে ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর হামলাকারীদের গ্রেফতার না করা হলে, ফরিদপুর পুলিশ সুপার কার্যালয় সামনে আমরণ অনশন করবে বলে জানিয়েছে ছাত্র আন্দোলনের সদস্যরা।
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
আজ রবিবার বেলা ১২ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশে একটি রেস্টুরেন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সোহেল রানার সভাপতিত্বে ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর নৃশংসভাবে হামলাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না৷ এমনকি তারা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অতিথির আসনে বসছে৷ তাই আজকের প্রশাসনকে চুড়ান্ত আল্টিমেটাম দেয়া হলো, আগামী ৫ দিনের মধ্যে যদি অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয়, তাহলে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি দেয়া হবে৷
একই সাথে যে সমস্ত নেতাকর্মীরা বৈষমবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা করেছে, তাদের মারধর করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করেন। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান। এ সময় জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছিরের ফাসির দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে উক্ত সংবাদ সম্মেলন করেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছির এবং সহ সভাপতি জুবায়ের জাকির গত বৃহস্পতিবার ঢাকায় বিএনপি'র চেয়ারপারসনের বিশেষ সহকারি শিমুল বিশ্বাসের উপস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক সভায় বক্তব্য রাখেন। এই নাছির ও জুবায়ের জাকির ফরিদপুরে ও ঢাকায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর হামলার অন্তত পাঁচটি মামলার আসামি।
অভিজিৎ রায়/মো. মহিউদ্দিন