ছবি: জনকন্ঠ
পটুয়াখালীর ধানখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক (আরএনপিএল) তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলটির নেতারা। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ তালুকদার ধানখালীর ফুলতলী বাজারে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন।
লিখিত বক্তব্যে ফিরোজ তালুকদার বলেন, গত ১৪ জানুয়ারি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ গণমাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরি শিরোনামে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে চুরির সঙ্গে জড়িতদের অনেককেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ চুরির সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এটি ষড়যন্ত্রমূলক। বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নাম জড়িয়ে মামলা করার ষড়যন্ত্রে একটি চক্র লিপ্ত রয়েছে। যদি সত্যিই বিএনপির কেউ জড়িত থাকে, তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, একটি কুচক্রীমহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়। যেসব নেতা-কর্মীর নাম মামলায় উল্লেখ করা হয়েছে, তা মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাই।
এ সময় ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাবিব