ছবি: সংগৃহীত
প্রতিবছর দেশের নানা প্রান্তে লাখো ভক্ত ও শ্রোতা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল শুনতে আসেন। তবে এবার তিনি নিজেই মাহফিলের আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ বিষয়ে আলোচনা করেন।
আজহারী বলেন, "মাহফিলের মাইকগুলো যেন প্যান্ডেলের ভিতরেই রাখা হয়, যাতে সাউন্ড সিস্টেমের শব্দ বাইরে না যায়। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম ব্যবহার করতে হবে।"
তিনি বিশেষ করে শহরের ভেতরকার মাহফিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যেখানে মাইক দূর-দূরান্তে বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করা হয়। এর ফলে অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম এবং ঘুমন্ত মানুষদের কষ্ট হয়, যা উচিত নয়।
তিনি আরও বলেন, "যদি কেউ ইসলামের বিষয়ে বিরূপ মনোভাব পোষণ করে, তবে তার দায়ভার আমাদের ইসলাম ধর্মের নয়।"
তিনি সবাইকে অনুরোধ করেন, ইসলামী প্রোগ্রামগুলো বিতর্কিত না করার জন্য এবং ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব সকল মুসলমানের।
এছাড়া, তিনি বলেন, "আমরা সকল অমুসলিম ভাইদের সঙ্গে ভালোবাসা ও শান্তির সম্পর্ক রাখতে চাই।"
পাঁচ বছর পরে দেশে ফিরে মাহফিলের মঞ্চে ফের উপস্থিত হয়ে তিনি ইসলামের আলো ছড়াচ্ছেন এবং মুসলমানদের আরও ভালোভাবে ইসলামের শিক্ষা গ্রহণ করার আহ্বান জানাচ্ছেন।
ভিডিও দেখুন: https://youtu.be/j7VgpGeMM7k?si=M6aQP-iKxOmEl4Za
এম.কে.