ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বাঁধ সংস্কার হবে বাংলাদেশের, কিন্তু উদ্বেগে ভুগছে ভারত

প্রকাশিত: ২১:৩৪, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৬, ১৯ জানুয়ারি ২০২৫

বাঁধ সংস্কার হবে বাংলাদেশের, কিন্তু উদ্বেগে ভুগছে ভারত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের মৌলভীবাজার জেলার মনু নদীতে বাঁধ সংস্কার প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী এলাকায় বাঁধ উঁচু করার ফলে ত্রিপুরার কৈলাশহর শহরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক বীরজিত সিনহা। তার দাবি, বাংলাদেশে বাঁধ উঁচু করার কারণে নদীর পানি ভারতের দিকে প্রবাহিত হতে পারে।

শুক্রবার উনাকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা মনু নদীর বাঁধ এলাকা পরিদর্শন করে বলেন, "বাংলাদেশ জিরো লাইনের কাছে তাদের বাঁধ উঁচু করেছে। এতে আমাদের দিকের এলাকা বন্যার ঝুঁকিতে পড়তে পারে।" এদিকে, কৈলাশহরের বিধায়ক সিনহা জানিয়েছেন, ভারতের দিকের ৪০ বছরের পুরোনো বাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানানো হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তাদের বাঁধ নির্মাণ প্রকল্প শুধুমাত্র নদীর ভাঙন প্রতিরোধে করা হচ্ছে এবং এতে ভারতের এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা নেই। মৌলভীবাজার পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহম্মদ খালেদ বিন অলীদ বলেন, "আমাদের বাঁধ শুধুমাত্র বাংলাদেশ অংশে নির্মাণ হচ্ছে। ভারতের শহর ডুবে যাওয়ার কোনো ভিত্তি নেই।"

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপনের আশ্বাস দিয়েছেন। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিছু স্থানে বাঁধ নির্মাণে আপত্তি জানানোয় কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান বাংলাদেশের প্রকৌশলী।

তথ্যসূত্রঃ https://youtu.be/u0fsle6Ayqk?si=GV0iJ9xYVdipEG_L

মারিয়া

×