ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

টিউলিপের পর এবার শনির দশা পুতুলের?

প্রকাশিত: ২১:২৪, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৪০, ১৯ জানুয়ারি ২০২৫

টিউলিপের পর এবার শনির দশা পুতুলের?

ছবি: সংগৃহীত

যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়োগ দিতে প্রভাব খাটানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে এই অভিযোগের সত্যতা পাওয়ায়, দুদক এর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হয়েছিলেন পুতুল। কলকাতাভিত্তিক সাংবাদিক মন্দিকা ব্যানার্জী নিবন্ধে লিখেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। এবার একই পথে হাটতে হতে পারে তার খালাতো বোন আইমা ওয়াজেদ পুতুলকেও। তাকেও ছাড়তে হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ।

এদিকে কলকাতাভিত্তিক সাংবাদিক মন্দিকা ব্যানার্জী জানান দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের পদ হারানোর এবার অসংগতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছেন শেখ হাসিনার কন্যা। 

তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, বাবার পাপের দায় ছেলের উপর পড়ে তবে এক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ের উপর। এতে করে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবার এর দায় পড়তে যাচ্ছে তার আপন মেয়ে পুতুলের উপর।

এসইউ

×