ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

এবার বাংলাদেশি পণ্যের জাহাজ আটক করলো আরাকান আর্মি! সর্বশেষ পরিস্থিতি

প্রকাশিত: ২০:৫৮, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:০৩, ১৯ জানুয়ারি ২০২৫

এবার বাংলাদেশি পণ্যের জাহাজ আটক করলো আরাকান আর্মি! সর্বশেষ পরিস্থিতি

ছবি: সংগৃহীত

এবার আরাকান আর্মিকে নিয়ে বাংলাদেশের বিপদ বাড়ছে বলেই মনে হচ্ছে। বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজের ওপর ভয়ানকভাবে চড়াও হলো মিয়ানমারের বিদ্রোহীরা।

জানা গেছে দেশটির ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ বন্দরের উদ্দেশ্যে আসা চারটি জাহাজ নাফ নদী থেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি।

বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বাংলাদেশ মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইখোং দিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী দুটি এবং শনিবার আরও দুটো জাহাজ আরাকান আর্মি আটকে রাখে বলে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ।

এরপর পেরিয়ে গেছে আরো দুটো দিন কিন্তু এখনও মিয়ানমার থেকে পণ্যবাহী জাহাজগুলো ছাড়েনি আরাকান আর্মি। এই প্রসঙ্গে টেকনাফ প্রশাসন জানিয়েছে মিয়ানমার জলসীমানা থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী জাহাজ আটকের জানেন তারা। এই বিষয়টি কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। 

জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্যের প্রায় ৪০ কোটির মালামাল রয়েছে। টেকনাফ স্থলবন্দরের এক আমদানিকারক জানিয়েছেন, প্রায় দেড়মাস পর ইয়াংগুন থেকে কয়েকজন মিলে এসব পণ্য আমদানি করেছেন। সেগুলো আসার পথে আটকে দিয়েছে আরাকান আর্মি।

এখনো পণ্যবাহী জাহাজগুলো তাদের হেফাজতে। মিয়ানমারের ব্যবসায়ীরা আরাকান আর্মির যোগাযোগ করছে। সেগুলো ফেরত আনার বিষয়ে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। 

শিহাব

×