শিবালয়ের বরংগাঈল বাজারে বিসমিল্লাহ্ ফুড নামক একটি বেকারীতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম, ফয়েজ আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার বরংগাঈল বাজারে বিএসটিআই ও ট্রেড লাইসেন্স ব্যতিত বিসমিল্লাহ ফুড বেকারীতে অস্বাস্থ্যকর, নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে বিস্কুট, পাউরুটিসহ বিভিন্ন ধরনের বেকারী খাদ্য পণ্য তৈরীর অপরাধে ওজন ও মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ফারুক মিয়াকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক এসএম ফয়েজ আহম্মেদ জনকন্ঠকে এমনটাই জানিয়েছেন।
নুসরাত