ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পরিচালনায় অর্থদন্ড

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ।

প্রকাশিত: ২০:১২, ১৯ জানুয়ারি ২০২৫

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পরিচালনায় অর্থদন্ড

শিবালয়ের বরংগাঈল বাজারে বিসমিল্লাহ্ ফুড নামক একটি বেকারীতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম, ফয়েজ আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার বরংগাঈল বাজারে বিএসটিআই ও ট্রেড লাইসেন্স ব্যতিত বিসমিল্লাহ ফুড বেকারীতে অস্বাস্থ্যকর, নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে বিস্কুট, পাউরুটিসহ বিভিন্ন ধরনের বেকারী খাদ্য পণ্য তৈরীর অপরাধে ওজন ও মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ফারুক মিয়াকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক এসএম ফয়েজ আহম্মেদ জনকন্ঠকে এমনটাই জানিয়েছেন।

নুসরাত

×