ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

জনপ্রিয়তার মাপকাঠি হলো জানাযায় উপস্থিত জনসমাগম: তারেক জিয়া

প্রকাশিত: ২০:০৫, ১৯ জানুয়ারি ২০২৫

জনপ্রিয়তার মাপকাঠি হলো জানাযায় উপস্থিত জনসমাগম: তারেক জিয়া

ছবি : সংগৃহীত

বিএনপির নেতা তারেক রহমান বলেছেন, "ভোটই একমাত্র মাধ্যম যা সত্যিকারের জবাবদিহিতা তৈরি করতে পারে। যখন একজন রাজনীতিবিদ মারা যান, তার জানাজায় মানুষের উপস্থিতি দেখেই বোঝা যায় তার জনপ্রিয়তা কেমন ছিল। শহীদ জিয়ার জানাজায় যে বিপুল জনসমাগম হয়েছিল, তা ছাড়া অন্য কোনো রাজনৈতিক নেতার জানাজায় এমন দৃশ্য আমরা দেখিনি, এমন বিশাল জনসমাবেশও কখনো চোখে পড়েনি।

তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের মতো আমাদেরও জনগণের পাশে দাঁড়াতে হবে। এমন কিছু রেখে যেতে হবে যা আমাদের চলে যাওয়ার পরেও মানুষের স্মৃতিতে থাকবে, যেমন মানুষের সমর্থন, শ্রদ্ধা, এবং সম্মান।

তিনি আরও বলেন, "মেজর হাফিজ সাহেব একবার আমাদের জানালেন, তিনি যখন এলাকার মানুষদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন দেখেছেন ৫ তারিখের পর ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করেছে। শহীদ জিয়া এবং দলের নেতা-কর্মীদের প্রতি দীর্ঘদিন ধরে অত্যাচারিত হওয়ার কথা তিনি উল্লেখ করেন। 'বিগত ১৬ বছরে আমাদের নেতাকর্মীরা কীভাবে নিপীড়িত হয়েছেন, কীভাবে পত্রিকাগুলোতে আমাদের ভালো কোনো সংবাদ তুলে ধরা হয়নি, এবং কীভাবে অনেক নেতাকর্মী জেলে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করেছেন,' – এসবের কথা স্মরণ করিয়ে দেন তারেক রহমান।"

তারেক রহমানের এই বক্তব্যে তিনি বিএনপির প্রতি মানুষের গভীর ভালোবাসা এবং দলের প্রতি তাদের অবিচল সমর্থনকে তুলে ধরেছেন।
 

মারিয়া

×