ছবি:- সংগৃহীত।।
পিজি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্নেল (অব) ডা. মো. আ. কাদের খান (৬৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টার দিকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।
মৃতের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাপড়হাট খানপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত নয়ন খান। মরদেহের সুরতহাল প্রতিবেদনে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম উল্লেখ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পিজি হাসপাতাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আব্দুল কাদের খানের বিরুদ্ধে যেসব মামলা ছিলো স্পেশাল ট্রাইবুনাল মামলা নং ৩৯/২০১৭। সুন্দরগঞ্জ থানার মামলা নং ৪১(২)১৭, ১৮৭৮ সনের অস্ত্র আইন এর ১৯ (এ) (এক)। শারীরিক অসুস্থতার কারণে কেন্দ্রীয় কারাগারে মাধ্যমে ২৪-১০-২০২৪ তারিখ তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে তিনি মারা যান।
রাসেল