নাফিসা ইসলাম সাকাফি। ছবি: সংগৃহীত
নিকাব পরে টকশোতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশের পর আমন্ত্রণ জানিয়ে বাদ দেওয়ার অভিযোগে চ্যানেল আইয়ের এক কর্মীকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। এই ঘটনার পর চ্যানেল আই জানিয়েছে, তাদের নীতির বিরুদ্ধে কাজ করায় কর্মীটিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, চ্যানেল আই-এর ‘৩৬ জুলাই’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি জানিয়ে জানান যে, তিনি নিকাব পরে টকশোতে যোগ দেবেন।
কিন্তু এর পরপরই সংশ্লিষ্ট একজন কর্মী তাকে জানান, নিকাব পরে টকশোতে অংশগ্রহণ সম্ভব নয়। পরে তাকে বাদ দিয়ে অন্য অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
নাফিসার এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করেন এবং নেকাব বা হিজাব পরিহিত নারীদের প্রতি এমন আচরণের নিন্দা জানান।
এই ঘটনার পর চ্যানেল আই-এর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, চ্যানেল আই-এর নীতিবিরোধী কাজ করায় আতোয়ার শিকদার নামের এক কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর দায়িত্বহীন আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। তাই তাকে সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।
ফেসবুক পেজে দেওয়া পোস্টে চ্যানেলটির পক্ষ থেকে বলা হয়, ‘নেকাব, হিজাব পরে চ্যানেল আই-এ নারীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ও তার প্রতিক্রিয়া আমাদের নজরে এসেছে। হিজাব পরে অনেকেই বিভিন্ন সময়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। নেকাব পরে অনুষ্ঠানে অংশগ্রহণও একটি স্বাভাবিক ব্যাপার। নারীর সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি চ্যানেল আই সব সময় সম্মান প্রদর্শন করে। আলোচ্য ঘটনায় সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
তাবিব