ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

জিয়াউর রহমানের মতো আমাদেরও গণমানুষের পাশে দাড়াতে হবে : তারেক রহমান

প্রকাশিত: ১৯:২১, ১৯ জানুয়ারি ২০২৫

জিয়াউর রহমানের মতো আমাদেরও গণমানুষের পাশে দাড়াতে হবে : তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (২০ জানুয়ারি) সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বলেছেন, "জিয়াউর রহমানের মতো আমাদেরও গণমানুষের পাশে দাঁড়াতে হবে।" তিনি আরো যোগ করেন, "এমন কিছু রেখে যেতে হবে, যা আপনার চলে যাওয়ার পরও আপনাকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে—মানুষের সমর্থন, শ্রদ্ধা এবং সম্মান।"

তারেক রহমান এই কথা বলেন এক আলোচনা সভায়, যেখানে তিনি দলের নেতাকর্মীদের সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মেজর হাফিজ সাহেবের বক্তব্যের দিকে ইঙ্গিত করে, যে উনি সম্প্রতি একটি এলাকায় গিয়ে কিছু মানুষের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছেন। এই মানুষগুলো ৫ তারিখের পর আস্তে আস্তে বিএনপির প্রতি তাদের সমর্থন প্রকাশ করতে শুরু করেছেন।

"বিগত ১৬ বছরে বিএনপির কোনো ভালো খবর ছিল না পত্রিকায়," বলেন তারেক রহমান, "প্রতিদিন আমাদের নেতাকর্মীরা অত্যাচারিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। আমাদের অনেক নেতা-কর্মী জেলের ভেতরে হাতকড়া পরা অবস্থায় মারা গেছেন।"

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "দেশনেত্রী থেকে শুরু করে দলের প্রতিটি কর্মীকে সম্মান দেওয়া হবে, তাদের আত্মত্যাগ কখনোই ভুলে যাবে না মানুষ।

তথ্যসূত্রঃ https://youtu.be/vp97o9_2LBs?si=YmPsyNBw3dJdO4go

মারিয়া

×