ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসরাত

প্রকাশিত: ১৭:৩২, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৩৪, ১৯ জানুয়ারি ২০২৫

রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

প্রয়োজনে রক্ত ঝরবে, তবুও সীমান্ত সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে বিসিএস ক্যাডার ও জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইদানীংকালে দুই দেশের সীমান্ত উত্তেজনা বেড়েই চলেছে৷ এ বিষয়ে সরকারের করণীয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আগের সরকারের আমলে তো সীমান্ত নিরাপত্তাব্যবস্থা নিয়ে পদক্ষেপ ছিল না। এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই এই সীমান্তে সমস্যা দেখা দিচ্ছে। বর্ডারে ঝামেলা হচ্ছে। জনগণ সঙ্গে আছে। বিজিবি সব সময় সতর্ক রয়েছে। সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত। সীমান্তে ওপারের কেউ আসতে পারবে না। রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে।’

সূত্র: https://www.facebook.com/DbcNewsDaily/videos/1853729855365494/?app=fbl

ইসরাত

×