ছবিঃ সংগৃহীত
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় (১৭ জানুয়ারি) শুক্রুবার। এ বছর ৩৭ টি সরকারি মেডিকেল কলেজের ৫,৩৮০ টি আসনে এবং ৬৭ টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬,২৯৩ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। 'বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল' কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৩৭২ জন পরীক্ষার্থীদের ৩৭ টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমানকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ান্তে পরবর্তীতে প্রকাশ করা হবে।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১,৩৫,৬৬৫ (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শত পঁয়ষট্টি) টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১,৩১,৭২৯ (এক লক্ষ একত্রিশ হাজার সাতশত উনত্রিশ) জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। অংশগ্রহণকারী ১,৩১,৭২৯ (এক লক্ষ একত্রিশ হাজার সাতশত উনত্রিশ) জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০,০৯৫ (ষাট হাজার পঁচানব্বই) জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাশের হার ৪৫.৬২%। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২,১৫৯ (বাইশ হাজার একশত উনষাট) জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬.৮৭%। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী সংখ্যা: ৩৭,৯৩৬ (সাঁইত্রিশ হাজার নয়শত ছত্রিশ) জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩.১৩%। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫।
সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ফেব্রুয়ারির ২ তারিখ হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩/০১/২০২৫ তারিখে প্রকাশিত হবে।
রিফাত