নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নাফিসা ইসলাম সাকাফি নামক একজন নারী সমন্বয়ক অভিযোগ তুলেছেন নিকাব পরাতে তাকে টকশো থেকে বাদ দেওয়া হয়েছে।
এ নিয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম পোস্টে লিখেছেন, "আমার রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলাম সাকাফি যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে, তাহলে চ্যানেল আই-এর মতো টেলিভিশন চ্যানেলে নিকাব পরে টকশোতে অংশ নিতে পারবে না কেন? কেউ যদি টি-শার্ট পরে টকশো করার স্বাধীনতা পায়, তাহলে নিকাব পরে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন?"
এ পোস্টে তিনি গণমাধ্যমে বিদ্যমান ইসলামফোবিয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন এবং নিকাব পরিধানের অধিকারের পক্ষে সোচ্চার হয়েছেন। তিনি বলেন, মিডিয়া থেকে এই ইসলামফোবিয়া কবে যাবে?
নাফিসা ইসলাম সাকাফি সম্পর্কে উল্লেখ করে তিনি তার পোস্টে আরো বলেন, যে মানুষ নিকাব পরে রাজপথে আন্দোলন করতে পারে, তার টিভির পর্দায় জায়গা পাওয়া উচিত।
এ বিষয়ে চ্যানেল আই-এর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, টকশোতে পোশাকের স্বাধীনতা এবং সামগ্রিক বিষয় নিয়ে সমন্বিত আলোচনা প্রয়োজন।
নাহিদা