প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশন (ইসি) কোন রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চায় না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ইসি কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না। সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগুচ্ছে ইসি। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবারের ভোটার তালিকা।
রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপি অংশগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণা দেয়া সময়সীমা মাথায় রেখে নির্বাচনের জন্য কাজ চলছে বলে জানিয়ে এমন বক্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সূত্র: https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2FmSgtCOJu3vE%3Fsi%3DrESeWWMgoJ1Ooe87%26fbclid%3DIwZXh0bgNhZW0CMTAAAR0l0owJd5XRkN-WVbENTwPKqmBiYk9oiZPyJnjSl5tnpkFyG2K1IaIe2fo_aem_FUVnhJL9JtwTEttMK2sgMQ&h=AT3oaLMk5Z8eZvI9d7ddJSKA3q9_VJr6otOGOKNc4DvUp3iP6gN4VfyMAEW2Ms5U3sscI-RoI3QkQWK8xuE9ye67iDLZ6D_VApk9me4w436PBwWnO26iRf-UkwoeyAnU2b7uxw
ইসরাত