স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
ওষুধের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শনিবার (১৮ জানুয়ারি) দুপরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ওষুধের ওপর যৎসামান্য ভ্যাট আরোপ করা হয়েছে। তবে তা কমানোর জন্য সুপারিশ করা হয়েছে। প্রত্যাশা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা বিবেচনা করবে।
স্বাস্থ্য খাতে অনেকগুলো সংস্কারের বিষয় আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংস্কার কমিটির প্রতিবেদন পেলে সেসব সংস্কার করা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সবগুলো সংস্কার হয়ত করা সম্ভব হবে না। তবে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে বলেও আশা করছি।
এসময় উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে প্রায় সাড়ে ৪শ জন চোখ হারিয়েছে। আন্দোলনে যারা আহত, নিহত হয়েছেন কিংবা সেসময় যারা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন তাদের ত্যাগকে সবসময় মনে রাখারও আহ্বান জানাই।
সূত্র: https://www.facebook.com/DbcNewsDaily/videos/8932067586842653/?app=fbl
ইসরাত