ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ 

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ।।

প্রকাশিত: ১২:৪৯, ১৯ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ 

মাধবপুরে  হরষপুর বিজিবি  টহলদল  সোয়াবই থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময়  ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। রবিবার সকালে তাদের আটক করা হয়।
 

আটককৃতরা হল কুমিল্লা জেলার মানোয়ারগঞ্জ থানার খিলা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে  মোঃ কামাল হোসেন (৩৫) এবং নারায়ণগঞ্জ জেলার কাঁচ পুর থানার কাঁচ পুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে  মোঃ জীবন (২২)। বিজিবির  জিজ্ঞাসাবাদে আটককৃতরা  জানায় , তারা আনুমানিক ০৮ মাস পূর্বে টেইলরের কাজের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের তামিলনাড়ুতে  গমন করে।

ভারতীয় মানব পাচারকারীর দালালের সহযোগিতায় টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরত আসার সময় রবিবার সকালে  ২৫ বিজিবি  ব্যাটালিয়নের হরষপুর বিওপির টহল দলের নিকট ধৃত হয়। তাদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ০২টি, বাংলাদেশী নগদ ৪ হাজার ৬ শ  টাকা পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মোবাইল ফোন এবং টাকাসহ মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল ফারাহ মোঃ ইমতিয়াজ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান,সীমান্তে বিজিবি চোরালচালান, মানব পাচার রোধ সহ যো কোন অপরাধ নিয়ন্ত্রণে  সতর্ক রয়েছে।

আফরোজা

×