ফাইল ফটো
ময়মনসিংহে হরতাল পালনের সন্দেহে যৌথবাহিনী ৭০টি মোটরসাইকেল জব্দ করেছে। তবে হরতালের প্রস্তুতির প্রমাণ না পাওয়ায় গাড়ির কাগজপত্র পরীক্ষা করে বিভিন্ন অপরাধে ৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ শহরের জিলা স্কুল মাঠে এই ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
জানা যায়, শহরে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে যৌথবাহিনী সতর্ক অবস্থান নেয়। বিকেলে হঠাৎ করে ৭০টি মোটরসাইকেল নিয়ে জিলা স্কুল মাঠে শোডাউনের আয়োজন করলে, সন্দেহভাজন হিসেবে এসব মোটরসাইকেল আটক করা হয়।
পরবর্তীতে হরতালের প্রস্তুতির কোনো প্রমাণ মেলেনি। তবে কাগজপত্র ও হেলমেট সংক্রান্ত সমস্যাসহ অন্যান্য আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। আটক হওয়া মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণকারীরা বেশিরভাগই বিভিন্ন স্কুল-কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী।
নাহিদা