ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

আওয়ামী লীগের বিষয়ে জনগনই সিদ্ধান্ত নিবে : মির্জা ফখরুল

প্রকাশিত: ১০:২২, ১৯ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগের বিষয়ে জনগনই সিদ্ধান্ত নিবে : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

'আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা এই সিদ্ধান্ত দিবে জনগণ, আমরা রাজনৈতিক দলের বিষয়ে এই সিদ্ধান্ত দিতে ইচ্ছুক নই।' গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত ‘শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপি নির্বাচনের জন্য এত চাপ দিচ্ছে কেন?- সিম্পোজিয়ামে এক ছাত্র প্রতিনিধির করা প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকারই এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে।" এ সময় তিনি সবার প্রতি আহ্বান জানান, আসুন সবাই মিলে চেষ্টা করি, বাংলাদেশকে সত্যিকার অর্থে,  মানুষ যেভাবে স্বপ্ন দেখছে তেমনভাবে গড়ে তুলি।
 

JF

×