ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

পাকিস্তানের আত্নসমর্পণের ছবি সরানোর জবাব দিলেন ভারতের সেনাপ্রধান

প্রকাশিত: ০৯:২১, ১৯ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের আত্নসমর্পণের ছবি সরানোর জবাব দিলেন ভারতের সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণের ঐতিহাসিক ছবি তার অফিস থেকে অপসারণের বিষয়ে মন্তব্য করেছেন। সম্প্রতি ছবিটি সরিয়ে নতুন একটি চিত্রকর্ম স্থাপন করা হয়েছে, যার নাম ‘করম ক্ষেত্র’। তবে এই সিদ্ধান্তে সেনা ভেটেরানদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এই ঐতিহাসিক ছবি আগে নয়াদিল্লির রাইসিনা হিলের সেনাপ্রধানের অফিসে ছিল। গত ডিসেম্বর ছবিটি রক্ষণাবেক্ষণের জন্য সরানো হয়। পরে এটি সেনাপ্রধানের অফিসে আর না ফিরিয়ে ম্যানেকশ কনভেনশন সেন্টারে পাঠানো হয় এবং তার জায়গায় নতুন চিত্রকর্মটি স্থাপন করা হয়।

সেনাপ্রধান এই বিষয়ে ব্যাখ্যা করে বলেন, “ভারতের গৌরবময় ইতিহাসের তিনটি অধ্যায় রয়েছে- মুঘল যুগ, ব্রিটিশ যুগ এবং তার আগের যুগ। সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি ও আদর্শের সঙ্গে এই ইতিহাসকে সংযুক্ত করতে প্রতীকী চিত্রকর্ম গুরুত্বপূর্ণ।”

নতুন চিত্রকর্মটি লেফটেন্যান্ট কর্নেল থমাস জ্যাকব (২৮ মাদ্রাজ রেজিমেন্ট) তৈরি করেছেন। এটি বর্তমান প্রজন্মের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। সেনাবাহিনী জানিয়েছে, ‘করম ক্ষেত্র’ অর্থাৎ ‘কর্মক্ষেত্র’ চিত্রকর্মটি সেনাবাহিনীকে ধর্মের রক্ষক হিসেবে উপস্থাপন করে, যা জাতির মূল্যবোধ রক্ষা করে এবং একটি প্রযুক্তিগতভাবে উন্নত, সংহত বাহিনীর বিবর্তনকে প্রতিফলিত করে।

চিত্রকর্মটিতে লাদাখের প্যাংগং হ্রদ ও তুষারময় পাহাড়ের পটভূমি, শ্রীকৃষ্ণের রথ এবং প্রাচীন দার্শনিক চাণক্যর প্রতিচ্ছবি দেখা যায়। এটি কৌশলগত প্রজ্ঞার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

সেনাপ্রধান বলেন, “নতুন চিত্রকর্মটি বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। উত্তর সীমান্তের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা পুনর্বিন্যাসের বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে।”

চিত্রকর্ম নিয়ে সমালোচনার জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, “যদি ভারতীয়রা চাণক্যকে না চিনে, তবে তাদের নিজেদের সভ্যতাগত ঐতিহ্যের দিকে ফিরে তাকানো উচিত।” তিনি আরও বলেন, “আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে সংযুক্ত করতে হলে নতুন চিত্রকর্মের প্রতীকবোধ অপরিহার্য।”

তিনি শেষ পর্যন্ত জানান, এটি শুধুমাত্র ১৯৭১ সালের ঐতিহাসিক ছবি অপসারণ নয়। “সেনাপ্রধানের দুটি লাউঞ্জ রয়েছে, এবং আত্মসমর্পণের ছবিটি ম্যানেকশ সেন্টারের লাউঞ্জে রাখা হয়েছে,” বলেন জেনারেল দ্বিবেদী।

সূত্র: এনডিটিভি

নাহিদা

×