ছবি: সংগৃহীত
জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী ধর্ম নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন।
তিনি বলেন, দেশের অভ্যন্তরে কিছু অসৎ ব্যক্তি জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না।
লালমনিরহাটের রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী ময়দানে আয়োজিত এক তাফসীর মাহফিলে এসব কথা বলেন আজহারী।
ড. আজহারী বলেন, "ইসলাম একটি শান্তির ধর্ম, যা অমুসলিমদের জানমাল ও সম্পদের সুরক্ষার কথা বলে। যারা ধর্ম নিয়ে তাচ্ছিল্য করে এবং আমাদের ঐক্যে ফাটল ধরাতে চায়, তারা আমাদের শত্রু। তবে সাধারণ অমুসলিমরা নয়; তারা মানবিক দিক থেকে আমাদের ভাই।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে আবহমানকাল থেকে সব ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই এ দেশের গর্ব। কিছু দুষ্টু লোক আমাদের এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্রই সফল হবে না।"
মাহফিলটিতে লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে নারী-পুরুষের ঢল নামে। জোহরের নামাজের পর মাহফিল শুরু হয়। ড. আজহারী ইসলামের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, "আমাদের ঐতিহ্যগত সম্পর্ক ও ভালোবাসা অটুট রাখতে হবে। যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা সবাই প্রস্তুত।"
তিনি সতর্ক করে বলেন, "যারা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের কোনো স্থান নেই। এ দেশের মানুষের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুর্বৃত্তরা কোনোভাবেই সুযোগ পাবে না।"
মাহফিল উপলক্ষে লালমনিরহাট শহর পরিণত হয় জনসমুদ্রে। আজহারীর বক্তব্যে উপস্থিত জনতা উচ্ছ্বসিত হয়ে সাড়া দেয়। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে মাহফিল শেষ হয়।
ভিডিও দেখুন: https://youtu.be/4kTAW8AA9JE?si=-i4pwG9zOaCuxiLn
এম.কে.