ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

অনৈতিক সুবিধার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪০, ১৮ জানুয়ারি ২০২৫

অনৈতিক সুবিধার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়

সংবাদ সম্মেলন

ঢাকার শাহজাহানপুর থানায় দায়েরকৃত মামলায় ন্যায় বিচার পাওয়ার আশায় আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী এক পরিবার।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম হলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইসহাক দুলালের পরিবার। পরিবারের অভিযোগ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকার পরও জামিন মিলছে না ইসহাক দুলালের। ভুক্তভোগী পরিবারের দাবি, অনৈতিক সুবিধার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করতে অরাজনৈতিক ব্যক্তিকে টার্গেট করে মিথ্যা মামলা করেছে শাহজাহানপুর থানা।

শাহজাহানপুর থানা পুলিশ পতিত স্বৈরাচার সরকারের দোসরদের কথায় অরাজনৈতিক ব্যক্তিদের হয়রানি করছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে হিমেল বলেন, আমার বাবা সহ আমাদের পরিবারের সবাই ছাত্র-জনতা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তারপরও আমার বাবার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। এখন পর্যন্ত জামিন দিচ্ছে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ইসহাক দুলালের বড় ভাই (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) বীর মুক্তিযোদ্ধা এমএ কদ্দুস, ইসহাক দুলালের স্ত্রী সহ প্রমুখ।

শহীদ

×