.
বিগত সরকার শিক্ষা, চিকিৎসাসহ প্রয়োজনীয় খাতগুলো ধ্বংস করেছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক পর্যায়ে নিয়ে গেছে। শনিবার সকালে চট্টগ্রাম বোট ক্লাবে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র ২য় সমাবর্তন অনুষ্ঠানে জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সমাবর্তন মানে শেষ নয় বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনা মাত্র। তোমাদের মধ্য থেকে অনেকে ‘টপ অ্যাচিভার্স’ হয়েছে। অনেকের পক্ষে সেটি অর্জন সম্ভব হয়নি। উভয়কেই দেশের সমৃদ্ধি আনয়নে কাজ করতে হবে। জীবনকে সফল করতে শুধু ভালো রেজাল্ট যথেষ্ট নয়। এর সঙ্গে প্রয়োজন সৃজনশীলতা ও কঠোর অধ্যবসায়। দেখার বিষয় দেশ ও জাতির জন্য তোমরা কি করতে পার। তোমাদের পিতা-মাতা ও সমাজের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ কর। আমি বিশ^াস করি বাংলাদেশকে সমৃদ্ধ ও প্রগতিশীল করতে সিআইইউ’র শিক্ষার্থীরা তাদের চলমান ধারা অব্যাহত রাখবে।
ফাওজুল কবির খান বলেন, তোমরা বিপ্লবের অতন্দ্র প্রহরী। বিগত জুলাই আন্দোলনে তোমাদের মধ্য থেকে অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। অনেকে এখনো চিকিৎসাধীন রয়েছে। সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। বিগত সরকার শিক্ষা চিকিৎসাসহ প্রয়োজনীয় খাতগুলো ধ্বংস করেছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক পর্যায়ে নিয়ে গেছে। বিচার ব্যবস্থা প্রায় ধ্বংস করেছে। আশার কথা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রয়োজনীয় সংস্কার শুরু করেছে। এ সংস্কার কাজে তোমাদের সহযোগিতা করতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরও সম্পৃক্ত হতে হবে।
সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইয়ংওয়ান করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং নির্বাহী (সিইও) কিহাক সুং। এ ছাড়া বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার, সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব এবং প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোহাম্মদ জাকারিয়া খান প্রমুখ বক্তব্য রাখেন।
এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ২ হাজার ১শ ৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ১ হাজার ৪শ ৫২ জন ব্যবসায় প্রকৌশল, আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, বাকি ৭শ ৩৭ জন স্নাতকোত্তর। অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে স্ব-স্ব প্রোগ্রামে অসামান্য ফলাফলের জন্য ‘টপ অ্যাচিভার্স’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।