ছবি: সংগৃহীত
পিনাকী ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বলেছেন, "পার্বত্য চট্টগ্রামের সমস্যা দেশের জন্য দীর্ঘকালীন বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে বিশেষত পার্বত্য অঞ্চলে কিছু আন্তর্জাতিক বিষয়ও রয়েছে যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অস্বস্তিকর।"
তিনি বলেন, "আজ শুধু একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করার জন্য আমি কথা বলছি না, বরং আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পর্কের উন্নতির কথা ভাবতে হবে। আমি নিশ্চিত যে, পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান সমস্যার সমাধান একসঙ্গে এবং আন্তরিক প্রচেষ্টায় সম্ভব।"
পিনাকী আরও জানান, "সঠিক সময়ে এবং যথাযথ ভাবে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি সমাধান না হলে দেশীয় শান্তি বজায় রাখা কঠিন হয়ে পড়বে।"
তিনি শেষ করেন, "আমাদের শান্তি এবং সমাধানের পথে চলতে হবে।"
ভিডিও দেখুন: https://youtu.be/_0P_8LFKLeI?si=zRVYMbIOLo-PhqqB
এম.কে.