ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ফেসবুক আইডিকে যেভাবে প্রফেশনাল আইডিতে রূপান্তর করবেন

প্রকাশিত: ২১:৩৯, ১৮ জানুয়ারি ২০২৫

ফেসবুক আইডিকে যেভাবে প্রফেশনাল আইডিতে রূপান্তর করবেন

ছবিঃ সংগৃহীত

ফেসবুক থেকে আয়ের আগ্রহ বাড়ছে অনেকের মধ্যেই। কিভাবে ফেসবুক আইডিকে প্রফেশনাল মুডে রূপান্তর করে আয়ের সুযোগ তৈরি করা যায়, তা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। সম্প্রতি একটি ভিডিওতে দেখানো হয়েছে, সহজ কিছু ধাপে আপনার ফেসবুক আইডিকে প্রফেশনাল আইডিতে রূপান্তর করা সম্ভব।

প্রফেশনাল মুডে রূপান্তর করতে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন। এরপর আপনার প্রোফাইল পেজে যান। সেখানে যদি আপনার ফলোয়ার এবং ফলোয়িং অপশন দেখা যায়, তবে বুঝবেন আপনি প্রফেশনাল মুডে রূপান্তর করতে প্রস্তুত।

প্রোফাইল পেজের উপর দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন এবং "প্রোফাইল সেটিংস" অপশনে যান। এরপর "টার্ন অন প্রফেশনাল মুড" অপশনে ক্লিক করুন। এই ধাপটি সম্পন্ন করার পর হোমপেজে ফিরে গিয়ে পেজটি রিফ্রেশ করুন। এখন আপনার প্রোফাইলে ফলোয়ার এবং ফলোয়িং অপশন শো করবে।

এরপর প্রফেশনাল মুডে থাকা ড্যাশবোর্ডে প্রবেশ করে মনিটাইজেশন সেটআপসহ অন্যান্য সুবিধাগুলো চেক করতে পারবেন। ড্যাশবোর্ডে আপনার কনটেন্টের পারফরম্যান্স, ফলোয়ার গ্রোথ এবং আয়ের অপশনগুলো থাকবে।

প্রফেশনাল মুড অন করার পর আপনি ছবি বা ভিডিও আপলোড করলে ভিউ কাউন্ট শুরু হবে এবং ফেসবুকের মনিটাইজেশন প্রক্রিয়া চালু হবে। এর মাধ্যমে আপনার কনটেন্ট থেকে আয়ের পথ তৈরি হবে।

এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনার ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মুডে রূপান্তর করুন এবং আয়ের সুযোগ তৈরি করুন। তবে মনিটাইজেশন শুরু করতে ফেসবুকের নীতিমালা মেনে কনটেন্ট তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মারিয়া

×