ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

সীমান্ত ইস্যুতে বিজিবির কাছে দুঃখপ্রকাশ করেছে বিএসএফ

প্রকাশিত: ২১:৩৭, ১৮ জানুয়ারি ২০২৫

সীমান্ত ইস্যুতে বিজিবির কাছে দুঃখপ্রকাশ করেছে বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্তে দিয়ে ঢুকে পড়া ভারতীয়দের ঢুকে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে।

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে চৌকা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিএসএফ) কাছে এ দুঃখ প্রকাশ করে তারা।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া পতাকা বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভারতীয়দের বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিএসএফ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। আর বাংলাদেশ-ভারতীয়দের সংঘর্ষ থামাতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

আজ সকালে এ সংঘর্ষের সৃষ্টি হয়।  কয়েক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে।

ভিডিও দেখতে: https://www.youtube.com/watch?v=BMDvV4etBqs

 

ফুয়াদ

×