ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

লাইভ টকশোতে আওয়ামী লীগ নেতাকে লুঙ্গি পরে পালাতে বলেছিলেন বিএনপি নেতা,ভিডিও ভাইরাল

প্রকাশিত: ২১:২৮, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:২৯, ১৮ জানুয়ারি ২০২৫

লাইভ টকশোতে আওয়ামী লীগ নেতাকে লুঙ্গি পরে পালাতে বলেছিলেন বিএনপি নেতা,ভিডিও ভাইরাল

গেল ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কার্যত তখন থেকেই আওয়ামী লীগের অনেক নেতা হয় রয়েছেন পলাতক,নয়তো জেলে বন্দি।

আওয়ামী লীগের সেসময়ের বেসরকারী একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন এই নিয়ে লাইভ টকশোতে তুমুল বিতর্কে জড়ান বিএনপি  নেতা শহীদুল ইসলাম বাবুল ও আওয়ামী লীগ নেতা।

শহীদুল ইসলাম বাবুল তার বক্তব্যে বলেন বিএনপি ক্ষমতায় আসলে,তারেক সাহেব নয়তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন।সেসময় বাবুল আওয়ামী লীগ নেতাকে বলেন আপনি চিন্তা করেন আপনারা যখন ক্ষমতাচুত্য হবেন তখন লুঙ্গি পড়ে পালাবেন নাকি প্যান্ট পড়ে পালাবেন?

আওয়ামী লীগকে এমন দেখেছি মুক্তিযুদ্ধের সময় লুঙ্গি পড়ে পালাতে,৭৫ এর পরে ও দেখছি লুঙ্গি পড়ে পালাতে।আপনি এটা চিন্তা করেন আপনি কি পড়ে পালাবেন?

ভিডিও দেখতে: https://youtu.be/GpgJX0n1Ies?si=B6dHkgfdwdxYCw_2

ফুয়াদ

×