ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

আমরা বেশি দিন নাই, চোরদেরকে আর নির্বাচিত করবেন না: ব্রিগে. শাখাওয়াত

প্রকাশিত: ২১:২৫, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:২৯, ১৮ জানুয়ারি ২০২৫

আমরা বেশি দিন নাই, চোরদেরকে আর নির্বাচিত করবেন না: ব্রিগে. শাখাওয়াত

ছবি: সংগৃহীত

হয়তো আমরা বেশিদিন নাই। আগে পরে নির্বাচন হবে।দয়া করে চোরদেরকে আর নির্বাচন করবেন না। আপনারা সব দেখেছেন আপনারা নিজেরা জানেন ভালো মানুষ তো ভালো মানুষই যারা আপনাদের পেছনে প্রচুর কাজ করে। 

আমি এখানে প্রচারনা চালাতে আসি নি। আমার দুঃখ লাগে এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকাগুলো দেশে থাকলে আরও অনেক উন্নতি হত। এখন কোনও কাজ করতে গেলে চিন্তা হয় আমার লোকে কী বলে? 

আমাদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে। যেটাকে আমি যদি বলি নির্মুল করবো পসিবল না। এইটা রক্তের মধ্যে মিশে গেছে। এটা অভ্যাস বলব না কী বলব? এইটা আমাদের উপরে আল্লাহতালার একটা গজব। হাজার হাজার কোটি টাকা নাই।

লিংক:-https://www.facebook.com/watch/?v=629791652902832&rdid=rvbs96VWNzz50bNc

রাসেল

×