ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১৮ বছরে বুঝমতো ভোট দিতে পারলে এমপি হতে পারবেন না কেন: ব্যারিস্টার ইজাজ

প্রকাশিত: ১৯:৫৬, ১৮ জানুয়ারি ২০২৫

১৮ বছরে বুঝমতো ভোট দিতে পারলে এমপি হতে পারবেন না কেন: ব্যারিস্টার ইজাজ

ছবি: সংগৃহীত

২১ বছর বয়স হলেই তিনি সংসদ সদস্য নির্বাচনের পার্থী হতে পারবেন। মাঝখানে শুনছিলাম ১৬ বছরের নাকি দাবি উঠেছিল। তবে সেটা ভোটার করার বিষয়ে, এরকম দাবি করা অবাঞ্চিত। তবে ১৮ বছরে ভোটার হলে আপনার ২১ বছরে এমপি  হতেই হবে কেন? আপনার এমপি সিলেকশন হতে হবে এডুকেশন ক্রাইটেরিয়া অথবা পাবলিক সার্ভিস এক্সপিরিয়েন্সের উপর। বসের সাথে কী আসে যায়?

বয়স তাতে কিছু আসে যায় না। ২১ বছরের কিশোরের একরকম ম্যাচুরিটি  আর ১৬ বছরের ছেলের ম্যাচুরিটি আরেক রকম। ২১ বছর আপনি এমপি হতে পারেন,কিন্তু ১৮ বছরে ভোট দিতে পারবেন। আপনি ১৮ বছর যদি আপনি ভোট দিতে পারেন তাহলে আপনি বুঝমতো ১৮ তে এমপি হতে পারবেন না কেন?

এইটা একটা ডিস্টিংকশন ১৮ বছরে আপনি বালক হচ্ছেন, অ্যাজ লং অ্যাজ এজুকেশন কোয়ালিফিকেশন ফুলফিল। যেটা আমার মনে হয় ন্যূনতম ভাবে একজন মানুষের গ্র্যাজুয়েশন না থাকলে তাঁর এমপি হওয়া উচিত না। 

লিংক:-https://www.youtube.com/watch?v=byBs457HJf8

রাসেল

সম্পর্কিত বিষয়:

×