ছবিঃ সংগৃহীত
চরমোনাই পীর তার এক বক্তৃতায় বলেন, "মায়ের কোল খালি করার রাজনীতি আর চলবে না।" তিনি আরও বলেন, "বাংলাদেশের জনগণ এখন সজাগ, আর যারা নির্বাচনকে সামনে রেখে অস্থির হয়ে উঠেছে, তাদের প্রতি জনগণের কোনো সহানুভূতি নেই। জরিপ করে দেখলেই বোঝা যাবে, তারা নিজেকে তালগাছ মনে করলেও, বাস্তবে তাদের পায়ের নিচে কোন মাটি নাই। বাংলাদেশ আর চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদের দেখতে চায় না। জনগণ সুন্দর পরিবেশ চায় এবং সে উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে। দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, ছাত্ররা এ পরিবর্তন চায়। এই পরিবর্তন আনতে আমাদের রক্তও দিতে হলে, আমরা প্রস্তুত, আমরা রাজপথে থাকবো, আল্লাহু আকবর বলে।"
তিনি আরো বলেন, "আওয়ামী লীগকে নির্বাচনে আনা মানে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা।" তিনি আরও বলেন, "আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, বরং গণঅভ্যুত্থান এবং হাজার হাজার মায়ের কোল খালি করার মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তবে, আপনাদের কর্মকাণ্ড অনেকাংশে প্রশ্নবিদ্ধ, যা আমাদের দুঃখিত করে। আপনাদের দুর্বলতা কোথায়, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এখনো আমরা কানে মুগ্ধের পানি পানি শব্দ শুনতে পাই, আবু সাইদের গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ার দৃশ্য আমাদের চোখের সামনে ভাসছে। আর আপনারা তাদের নির্বাচন করতে আহ্বান করবেন এবং তাদের নিয়েই আবার ক্ষমতায় বসানোর কথা ভাবছেন।"
মারিয়া